ঢাকা

টিপু হত্যার মাস্টারমাইন্ড শটগান সোহেল গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ০১ আগস্ট ২০২২ , ০৯:২৫ এএম


loading/img
সোহেল শাহরিয়ার ওরাফে শটগান সোহেল

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার মাস্টারমাইন্ডসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৩১ জুলাই) রাত ১১টার পর রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাস্টারমাইন্ড সোহেল শাহরিয়ার ওরফে শটগান সোহেল ও হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগর।

বিজ্ঞাপন

ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম জানান, মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তারা দেশ ছাড়তে চেয়েছিলেন। 

এর আগে, শনিবার (৩০ জুলাই) এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জাতীয় পার্টি নেতা জুবের আলম খান রবিন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান টিটু, আরিফুর রহমান সোহেল ও খায়রুল।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রী নিহত হন। গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্নাও। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |