ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দেশের উত্তরাঞ্চলে কুয়াশার সম্ভাবনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ , ০৯:২৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে দেশের উত্তরাঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া সারাদেশেই রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সন্ধায় ঢাকায় উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |