ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সমকালের বিরুদ্ধে ওয়াসার এমডির মামলা

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ১০:০৩ পিএম


loading/img

সংবাদ প্রকাশের জেরে এবার দৈনিক সমকালের প্রকাশক ও সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জানুয়ারি) প্রেস কাউন্সিলে ঢাকা ওয়াসার এমডির পক্ষে মামলাটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। সংস্থাটির উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৯ জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে একটি খবর প্রকাশ হয়। যেটা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন ঢাকা ওয়াসার এমডি। এর প্রেক্ষিতে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এর ১২ ধারার আলোকে বিচার প্রার্থনা করে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমকালে খবরটি প্রকাশ হওয়ার পর ঢাকা ওয়াসা থেকে গত ৯ জানুয়ারি একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছিল, যা পত্রিকাটি অদ্যাবধি প্রকাশ করেনি। এরপর গত ১৫ জানুয়ারি পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদক হকিকত জাহান হকিকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে প্রকাশিত প্রতিবেদনের সতত্যা প্রমাণাদিসহ এর তথ্যসূত্র উল্লেখ করে জবাব দিতে বলা হয়েছিল। যেহেতু পত্রিকাটির পক্ষ থেকে নোটিশের বিপরীতে কোনো জবাব আসেনি, তাই প্রেস কাউন্সিলে মামলা দায়ের করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |