ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রথম আলোতে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত : বঙ্গবন্ধু পরিষদ

আরটিভি নিউজ

রোববার, ০২ এপ্রিল ২০২৩ , ০৮:৪৩ পিএম


loading/img

প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে মহান স্বাধীনতাকে কটাক্ষ করে পরিবেশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো এজেন্ডা বাস্তবায়নেরই অংশ বলে মনে করে বঙ্গবন্ধু পরিষদ।

বিজ্ঞাপন

রোববার (২ এপ্রিল) বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, আলোচ্য সংবাদটির ফটো কার্ডে ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। আমাগো মাছ-মাংস চাইলের স্বাধীনতা লাগবো।’  উদ্ধৃত বাক্যগুলোর ব্যবহার শুধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং প্রায় দুই লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকেই খাটো করেনি, তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের চরম পরাকাষ্ঠাও প্রদর্শন করেছে।

বিজ্ঞাপন

‘মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতা শব্দের সঙ্গে একজন ব্যক্তির ক্ষোভ মিশিয়ে প্রণীত সংবাদের প্রচার কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না। প্রথম আলো ১৭ মিনিট পর সংবাদটি প্রত্যাহার করে সংশোধনী প্রকাশ করেছে। কিন্তু সংবাদটি তার আগেই ভাইরাল হয়েছে। অনেকেই এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়েছে এবং তা এখনও অপসারিত হয়নি। সংবাদের ফটো কার্ডের কথিত দিনমজুর জাকিরের বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিহিত রয়েছে সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করার বার্তা।’

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু পরিষদ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধুর ১৯৭২ সালের ১৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবে প্রদত্ত সাংবাদিকদের উদ্দেশে দেওয়া ভাষণটি। তিনি সেদিন বলেছিলেন, ‘সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা থাকবে। তবে নীতিমালা মেনে পত্রিকাগুলোকে দায়িত্বশীল হতে হবে।’ তিনি মুক্তিযুদ্ধে কতিপয় সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে বলেছিলেন, ‘কিছু কিছু সাংবাদিক নিজেদের প্রগতিশীল বলে দাবি করতো। কিন্তু তারা স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়ে ক্যান্টনমেন্টে খবর সরবরাহ করতো। আপনারা কি বলবেন যে, তাদের গায়ে হাত দিলে গণতন্ত্র এবং সাংবাদিকদের স্বাধীনতার ওপর আঘাত করা হবে? স্বাধীন দেশে যথেচ্ছাচার চলতে দেওয়া যেতে পারে না। স্বাধীনতা ভোগ করার অধিকার তারই আছে, যে স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে জানে।’

জাতির পিতার প্রত্যাশা অনুযায়ী, আমরাও বাংলাদেশে সব প্রকার অপ-সাংবাদিকতামুক্ত, বস্তুনিষ্ঠ ও তথ্যনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি এবং এ ধরনের ঘৃণ্য অপতৎপরতার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |