ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

‘ছাদবাগান পরিচ্ছন্ন রাখলে হোল্ডিং ট্যাক্সে ছাড়’

আরটিভি নিউজ

বুধবার, ১৪ জুন ২০২৩ , ০২:৩৮ পিএম


loading/img
ফাইল ছবি

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এখন থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছাদবাগান করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যারা ছাদবাগান করবে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করবে, যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ছাদবাগান করার জন্য কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে। সংশ্লিষ্ট এলাকার মেয়র সর্বিক বিষয় ঠিক করে দেবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |