ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পাঁচ যুগ্ম সচিবের দপ্তর বদল

আরটিভি নিউজ

সোমবার, ৩১ জুলাই ২০২৩ , ১০:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

যুগ্ম সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. সোহেলুর রহমান খানকে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক হয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক (যুগ্ম সচিব) মোহাম্মদ হাসান আরিফ।
 
অন্যদিকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. আব্দুর রশিদকে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মুহাম্মদ জহুরুল ইসলামকে যৌথমূলধন ও ফার্মসমূহের দপ্তরের অতিরিক্ত নিবন্ধক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ড. মো. আশরাফুজ্জামানকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |