৭ বছর ধরে পলাতক দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ , ০১:৫৭ পিএম


৭ বছর ধরে পলাতক দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭ বছর ধরে পলাতক থাকা দুই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এটিইউর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল আজিজ (৮২) ও মো. সুরত আলী গাজী (৭৬)। তাদের দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়না জারি ছিল।

বিজ্ঞাপন

মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, সোমবার (২১ আগস্ট) রাতে এটিইউর একটি দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন তারানিপুর এলাকায় অভিযান চালিয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক যুদ্ধাপরাধী মো. আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার ও মো. সুরত আলী গাজীকে গ্রেপ্তার করে। ১৯৭১ সালের ২৭ অক্টোবর তাদের দুইজনের নেতৃত্বে কালিনগর গ্রামের বামাচরণ মণ্ডলের ছেলে সুরেন্দ্রনাথ মণ্ডলসহ কয়েকজন হিন্দু ধর্মালম্বীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে টুকু রানী মণ্ডল বাদী হয়ে ১৯৯৬ সালে সাতক্ষীরা জজ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার হয়ে তারা দীর্ঘদিন জেলহাজত ভোগ করে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

পরবর্তীতে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এ হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়। পরে আসামিদের অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তারকৃতরা ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission