ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিএনপি নেতা খোকনসহ ৩ জনের জামিন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ , ০৪:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ আদেশ দেন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

বিজ্ঞাপন

এর আগে, উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ২০ হাজার টাকা মুচলেকায় ২৮ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বাস ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

এ ছাড়া নাশকতার অভিযোগে রমনা থানায় আরেকটি মামলা হয়। এই মামলায় ফখরুল ও আব্বাস ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, আব্দুস সালাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |