দ্রুত বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের সদস্যদের বিক্ষোভ

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৪:১৬ পিএম


দ্রুত বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের সদস্যদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

জুলাই হত্যার দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন শহীদ পরিবারের সদস্যরা। সোমবার (২৪ মার্চ) দুপুর ১টার পর জুলাই-২৪ শহিদ পরিবার সোসাইটি-এর ব্যানারে অবস্থান নেন তারা।

বিজ্ঞাপন

এসময় নিহতদের পরিবারের সদস্যরা বলেন, সাড়ে সাত মাস অতিবাহিত হলেও এখনও আমরা বিচার পাইনি। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই। বিচারের নামে রঙ্গমঞ্চ ও তামাশা করা হচ্ছে। শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে।

দুপুর দেড়টার দিকে ট্রাইব্যুনালের মাজার গেইটের সামনে জুলাই মঞ্চের ব্যানারে একটি মিছিল নিয়ে আসা হয়। এ সময় জুলাই হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা। এ ছাড়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগ দাবি করা হয়।

বিজ্ঞাপন

এসময় শহীদ আমিনের মা বলেন, আমাদের সন্তানদের বিচার চাই। সরকার গদিতে বসে সব ভুলে গেছে। আমরা আমাদের সন্তান হারিয়েছি। তারা ক্ষমতা পেয়ে সব ভুলে গেছে। হাসিনার অত্যাচারের শিকার হয়েছে সবাই।

নিহত নাদিমুল হাসান সেলিমের বাবা বলেন, আমার ছেলেকে শেখ হাসিনা খুন করেছে। তার মতো স্বৈরাচার যেন দেশে আর না আসে। বিচারের দাবিতে আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। তারা ক্ষমতায় বসে আমাদের আর খবর রাখে না। কেন খবর রাখেন না তা আমরা জানতে চাই।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission