অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন জোবাইদা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০৩:৩২ পিএম


অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন ড. জোবাইদা
ডা. জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন এ তথ্য জানান। 

তিনি বলেন, ডা. জোবাইদা রহমানের মা অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে আজই (মঙ্গলবার) হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনও ঠিক হয়নি।

বিজ্ঞাপন

সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। তার স্বামী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান।

জানা গেছে, ডা. জোবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাড়িতেই উঠবেন। 

এর আগে, কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ডা. জোবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তার নামে মামলা করে দুদক। ওই মামলায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জোবাইদার ওই সাজা স্থগিত করেন আদালত।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission