শাবিপ্রবি’র অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ছাত্রলীগ দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করে।
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণ করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। দুপুরে আমাদের শিক্ষক সমিতিও কর্মসূচি পালন করেছে।’
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়। হামলার পরপরই ফয়জুল নামে এক তরুণকে আটক করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় ফয়জুলের মামা ও চাচাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার রাতে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়। এখানে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
পি