ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ভোটের দিন অফিস আদালত বন্ধ থাকবে: ইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ , ০৫:৫২ পিএম


loading/img

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ৩০ ডিসেম্বর রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ভোটারদের ভোট দিতে সেদিন সব অফিস আদালত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে একথা বলা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সবকটি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে। 

বিজ্ঞাপন

এদিকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার তা এখনও ইসি তৈরি করতে পারেনি বলে অভিযোগ বিএনপির ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে করা হচ্ছে। 

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকবারই অভিযোগ করেছেন যে, বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা করা হচ্ছে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |