ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ঘূর্ণিঝড় ‘আম্পান’২০ কি.মি. গতিবেগে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৮ মে ২০২০ , ০৪:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে। এটি এখন ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৮ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার (১৯ মে) শেষরাত থেকে  এবং বুধবার (২০ মে) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রে ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ সময় সাগর উত্তাল রয়েছে। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একইসাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঘূর্ণিঝড় আম্পান  আরও অনেক শক্তিশালী রূপ নিয়েছে। এটি গতিবেগ ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। সেজন্য আজ সোমবার সমুদ্রবন্দরে আগের দেয়া ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশনা দেয়া হতে পারে। এ সময় উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও কিছুটা কমলেও ভ্যাপসা গরম থাকতে পারে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |