• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাজারে আসছে ‘নাথিং ফোন ২’

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৩, ১১:২৩
নাথিং ফোন ২
ছবি : সংগৃহীত

অবশেষে বাজারে আসতে চলেছে বহুল প্রতীক্ষিত স্মার্টফোন ‘নাথিং ফোন ২’। আগামী ১১ জুলাই বিশ্বব্যাপী ফোনটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে ফোনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

‘নাথিং ফোন ২’ এর ডিসপ্লে ‘নাথিং ফোন ১’ এর তুলনায় ০ দশমিক ১৫ ইঞ্চি বড় হবে। অর্থাৎ নতুন ফোনটির ডিসপ্লে হবে ৬ দশমিক ৭ ইঞ্চি। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এর পাশাপাশি থাকছে ৪ হাজার ৭০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি। ফোনটি ভারতে তৈরি করা হবে। ফলে এতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা থাকবে।

‘নাথিং ফোন ২’ এর মূল্য কতো হবে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ভারতের বাজারে এর মূল্য ৪০ হাজার রুপির কাছাকাছি হবে। এ ছাড়া ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, গত বছরের জুলাইয়ে ভারতের বাজারে লঞ্চ হয় ‘নাথিং ফোন ১’। ফোনটি বাজারে আসার পর ব্যাপক সাড়া ফেলেছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইল কলরেট ও ওষুধসহ কয়েক খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার
বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি 
আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে যে তিন পরামর্শ দিলো অ্যাপল
স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা