• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, আপনি নিরাপদ তো?

আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ০০:৫৩
ফাইল ছবি

সর্বাধিক ব্যবহৃত গুগলের তৈরি ওয়েব ব্রাউজার ক্রোমে ভয়ংকর একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এগুলোকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের বিভিন্ন ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। একই সঙ্গে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে অপরাধীরা। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ব্যবহারকারীরা।

সোমবার (১১ মার্চ) ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক অপারেটিং সিস্টেম ও উইন্ডোজের তৈরি ক্রোম ব্রাউজারের ‘১২২.০.৬২৬১.১১/২’ সংস্করণের আগের সব সংস্করণে এসব ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। ত্রুটিগুলো নিরাপত্তার জন্য খুবই ভয়ংকর। এসব ত্রুটির মাধ্যমে দূর থেকে ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর কোড, ম্যালওয়্যার প্রবেশ করানো, ব্রাউজারের মেমোরির তথ্যও পরিবর্তন এবং দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণে নেওয়াও সম্ভব।

সংস্থাটি জানিয়েছে, ক্রোম ব্রাউজারে এসব নিরাপত্তা ত্রুটির কারণে সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন অসংখ্য ব্যবহারকারী। হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ বছর গুগল সার্চের শীর্ষে ছিল যেসব নাম
এবার ইউটিউবেও এআই টুল যুক্ত করল গুগল 
যুক্তরাজ্যে সাইবার হামলা নিয়ে এনসিএসসি প্রধানের সতর্কবার্তা
বাংলাদেশে আতিফের কনসার্ট, সাইবার হামলার রহস্য উন্মোচন