অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফের দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৯:০৪ পিএম


অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফের দুঃসংবাদ
ফাইল ছবি

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করছে অস্ট্রেলিয়া। শুক্রবার (১০ মে) থেকে স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করছে দেশটির সরকার।

বিজ্ঞাপন

বুধবার (৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অভিবাসী আগমনের কারণে সুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। যা শুক্রবার (১০ মে) থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নিয়মে অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে ভিন্ন দেশের শিক্ষার্থীদের এবার থেকে কমপক্ষে ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার ৫৭৬ মার্কিন ডলার) সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে। একই কারণে গত বছরের অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১ হাজার ৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ ডলার করা হয়েছিল।

এর আগে, অভিবাসনের মাত্রা কমিয়ে আনতে চলতি বছরের ২৩ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ও গ্রাজুয়েট ভিসা প্রদানের ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতার স্কোর আরও বাড়ানোর নিয়ম করা হয়। সেই সঙ্গে বারবার নিয়ম ভঙ্গ করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি স্থগিত করার আইন ও চালু করা হয়।

উল্লেখ্য, করোনার পর ২০২২ সালে বিদেশি শিক্ষার্থী ও কর্মী গ্রহণ বাড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। এতে দেশটির শ্রমবাজারে ইতিবাচক প্রভাব পড়লেও আবাসনে দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। সামগ্রিকভাবে দেশটির জনসংখ্যা ২ দশমিক ৫ শতাংশ হারে বেড়ে রেকর্ড হয়েছে। আর গত বছরের সেপ্টেম্বরে দেশটির লোকসংখ্যা বেড়েছে ২ কোটি ৬৮ লাখেরও বেশি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission