ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখবেন যেভাবে

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ , ১০:৫৯ এএম


ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখবেন যেভাবে
সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এতে কোন বার্তা বা ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেক ব্যবহারকারী। তবে অনেকে লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানানো পছন্দ করেন না। কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হলো:

বিজ্ঞাপন

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে 

১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। 

বিজ্ঞাপন

২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন। 

৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে। 

৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন। 

বিজ্ঞাপন

৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। 

৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে। 

ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে

ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন: 

১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন। 

২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন। 

৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে 
নির্বাচন করুন। 

৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন। 

৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন। 

কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে 

১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন। 

২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন। 

৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে। 

৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন। 

৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন। 

৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। 

৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission