বাহরাইনের মাইক্রোফাইন্যান্স হাউসের সিইওর সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

নাইমুর রহমান শান্ত, বাহরাইন প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ , ০৬:২৮ পিএম


বাহরাইনের মাইক্রোফাইন্যান্স হাউসের সিইওর সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
ফাইল ফটো

বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদেল আব্দুল মালেকের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। 

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের সিইও আদেল তার প্রতিষ্ঠানের সহকর্মীদের নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আন্তরিকভাবে স্বাগত জানান। 

তিনি বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের আদলে ২০১০ সালে ফ্যামিলি ব্যাংক নামকরণে এ ব্যাংকের উদ্বোধন করা হয় যেখানে হিজ হাইনেস শেখ নাসের বিন হামাদ আল খালিফার এর সাথে স্বয়ং ড. মুহাম্মদ ইউনূস এ ব্যাংকের উদ্বোধন করেন। বর্তমানে এ ব্যাংকের দুইটি শাখা রয়েছে এবং তৃতীয় শাখাটি শিঘ্রই খোলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে বাহরাইনের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে এ ব্যাংক যথেষ্ট ভূমিকা রেখে চলছে। 

বিজ্ঞাপন

সিইও আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাদের পুরা ব্যাংক পরিবার গর্বিত এবং আনন্দিত। এ ব্যাংকের কার্যক্রম সরেজমিনে দেখতে আসায় তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং দুই দেশের স্বার্থ সংশিষ্ট নানাবিধ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ড. মুহাম্মদ ইউনূস বাহরাইনের সর্বোচ্চ মেডেল অর্ডার অব মেরিট মহামহিম রাজা শেখ হামাদ বিন ঈসা আল খালিফার কাছ থেকে গ্রহণ করেন। তিনি আমন্ত্রিত হয়ে মোট তিনবার বাহরাইন সফর করেন। সর্বশেষ ২০১২ সালে তিনি স্যোশাল বিজনেস উইক-এ অংশগ্রহণ করেন এবং ঐসময় ক্রউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফার সাথেও সাক্ষাত করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission