বিশিষ্ট শিক্ষাবিদ তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল আলিম সাহেবের মৃত্যুতে বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমানের গভীর শোক প্রকাশ করেছেন।
দেশের শীর্ষ মাদ্রাসা তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ মাওলানা আব্দুল আলীমের মৃত্যুতে বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়েছে, তিনি একজন আলেমেদ্বীন এবং দাঈ ইলাল্লাহ ছিলেন। অত্যন্ত সহজ সরল ও বিজ্ঞ একজন ছিলেন তার মৃত্যুতে জাতি একজন শিক্ষাবিদ প্রখ্যাত আগামী দিন হারালো। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করি। মরহুমকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুন।
আরটিভি/ ডিসিএনই