• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেয়েদের বাজারে যাওয়া বারণ করে ফতোয়া জারির ভিডিও নিয়ে যা জানা গেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭
সংগৃহীত
ছবি:সংগৃহীত

সম্প্রতি গোপালগঞ্জের গওহরডাঙ্গায় স্থানীয় একটি মাদরাসার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাহফিল ঘিরে অস্থায়ীভাবে বসা দোকানপাটে মেয়েদের আসতে বারণ করে মাইকিং করা হয়। তবে এ সম্পর্কিত ভিডিওর অংশবিশেষ সামাজিকমাধ্যমে পোস্ট করে গোপালগঞ্জের গওহরডাঙ্গায় মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারি হয়েছে বলে ইন্টারনেটে অপপ্রচার চালানো হচ্ছে।

বিষয়টি নিয়ে গত ৫ ডিসেম্বর নিজের ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন ভারতের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। যেখানে তিনি দাবি করেন, বাংলাদেশের গোপালগঞ্জের গওহরডাঙ্গায় মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারি হয়েছে। তার দুই দিন আগে (৩ ডিসেম্বর) একই ভিডিও শেয়ার করে এমন দাবি করেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও।

পরবর্তীতে প্রতিবেশী দেশটির একাধিক গণমাধ্যমেও একই ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। সামাজিকমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওর একটি অংশে বলতে শোনা যায়, এটা সাধারণ কোনো মেলা নয়, এটি দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। ভিডিওতে আরও বলতে শোনা যায়, এখানে আমরা সওয়াব অর্জনের জন্য, সওয়াব কামাইয়ের জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচাকেনা করবো, হালাল ব্যবসা করবো কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রতিবেশী দেশের গণমাধ্যমে প্রচারিত ওই ভিডিওটি গোপালগঞ্জের গওহরডাঙ্গার। পরে এ নিয়ে অনুসন্ধানে ফেসবুকে ‘গওহরডাঙ্গা মাদরাসা’ নামের একটি পেজ পাওয়া যায়। যেখানে গত ২৭ নভেম্বর ‘৮৯তম বার্ষিক মাহফিলে দোকানদারদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা’ শীর্ষক এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূল ভিডিওতে বলতে শোনা যায়, এটি আমাদের আখেরাতের সম্বল, আখেরাতের অনুষ্ঠান। আমরা এখানে আখেরাত গড়তে এসেছি, সুতরাং এই মাহফিলের মার্কেট এলাকায় কোনোরকম জুয়া খেলা যাতে না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। জুয়া কেন্দ্রিক যত খেলা আছে কোনোকিছু এখানে করা যাবে না। যদি কেউ এমন কোনো গ্রুপ পায় তবে আমরা তাদের বন্ধ করে দেবো, তা-ও যদি না পারি তাহলে স্বেচ্ছাসেবক দলের কাছে তাদের সমর্পণ করে দেবো।

এ ছাড়া ভিডিওর একপর্যায়ে মাহফিল ঘিরে বসা অস্থায়ী দোকানিদের উদ্দেশে বলতে শোনা যায়, দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ, প্রত্যেক নামাজের সময় কেনাবেচা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদের সুন্দর করে ‍বুঝিয়ে ফিরিয়ে দেবো, তাদের কাছে আমরা কোনোকিছু কেনাবেচা করবো না।

মূলত ভিডিওটি পর্যালোচনা করে মাহফিল ঘিরে বসা অস্থায়ী দোকানিদের উদ্দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহিলাদের কাছে কোনোকিছু বিক্রি না করা এবং তাদের দোকানে আসতে বারণ করার বিষয়টি প্রতীয়মান হয়। এ ছাড়া দোকানিদের জীব-জন্তু বিক্রি করতে নিষেধ করার পাশাপাশি যাতে জুয়া খেলা না হয় সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু ভিডিওতে ফতোয়া জারি বা বাংলাদেশের বাজারে মেয়েদের যাওয়া নিষেধ এমন কোনো ঘোষণা ছিল না।

এদিকে অনুসন্ধানে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭, ২৮ ও ২৯ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী ওই মাহফিলে লাখ লাখ মুসল্লির আগমন ঘটে। প্রজন্ম থেকে প্রজন্মের এ মাহফিলে আসার ঐতিহ্য রয়েছে। এ ছাড়া মুসলিম নারীদের মাহফিলে অংশগ্রহণের সুবিধার্থে তাদের যাতায়াতের ভিন্ন রাস্তা ও বয়ান শোনার জন্য ভিন্নভাবে বসার স্থানের ব্যবস্থা করে থাকে মাহফিল কর্তৃপক্ষ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, শৃঙ্খলা ও নিরাপত্তায় প্রতিবছর মাহফিল ঘিরে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে পুরুষ প্রাঙ্গণের অস্থায়ী দোকানপাটে মহিলাদের জন্য মাহফিলের তিন দিন প্রবেশে নিষেধ থাকে। যেটি মাইকিং করেও জানিয়ে দেওয়া হয়। প্রতিবছর এমন রীতি পালন হয়ে আসছে। ওই প্রতিবেদনে ফেসবুক পেজে ভারতীয় মিডিয়ার প্রচারিত দাবিটি সত্য নয় বলেও জানানো হয়।

অন্যদিকে বিষয়টি নিয়ে রিউমর স্ক্যানার মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে। মাদরাসা কর্তৃপক্ষও ভারতীয় মিডিয়ায় প্রচারিত দাবিটিকে মিথ্যা বলে জানিয়েছেন। সুতরাং, গওহরডাঙ্গা মাদরাসার মাহফিলে অস্থায়ী দোকানপাটে মহিলাদের প্রবেশ প্রসঙ্গে মাইকিংয়ের ভিডিওটির খণ্ডিত অংশ দিয়ে ইন্টারনেটে বাংলাদেশে মেয়েদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জানিয়ে ফতোয়া জারি শীর্ষক দাবিটি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবি করে প্রচার
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল
দেশের রাস্তায় বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার ছবি ভাইরাল, যা জানা গেল
ধর্মীয় আলোচনায় রাশমিকা মান্দানা, মুহূর্তেই ভাইরাল আমির হামজার বক্তব্য