জ্ঞানভিত্তিক সমাজ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ‘ননস্টপ বাংলাদেশ’ স্লোগান নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বুধবার শুরু হলো তথ্যপ্রযুক্তি উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইভেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থাপন করেন মূল প্রবন্ধ।
চতুর্থবারের মতো দেশের সবচেয়ে বড় এই আইসিটি ইভেন্ট শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। পুরো এলাকায় থাকছে ওয়াইফাই সুবিধা। পাসওয়ার্ড joybangla।
এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি শিল্পের অগ্রগতি, তথ্যপ্রযুক্তি ভিত্তিক সফটওয়্যারসহ বিভিন্ন প্রতিষ্ঠান কী ধরনের কনটেন্ট তৈরি করছে সেগুলো তুলে ধরা হচ্ছে। প্রদর্শকদের অধিকাংশই নীতি-নির্ধারক, সিনিয়র সরকারি কর্মকর্তা ও মন্ত্রী, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের মুখপাত্র, বিনিয়োগকারী এবং বহুজাতিক সফটওয্যার বিক্রেতা প্রতিষ্ঠান।
বহুজাতিক ও স্থানীয় কোম্পানি, সরকারি ডিপার্টমেন্ট ও এজেন্সির সফল তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও ই-গভর্ন্যান্স প্রজেক্টের পাশাপাশি আইসিটি কোম্পানির প্রতিনিধি, আন্তর্জাতিক আইসিটি অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সি এবং স্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মগুলো এ আয়োজনে অংশ নিচ্ছে।
বিখ্যাত আইটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিনিধিদের পাশাপাশি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার ও শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছেন।
৪০টি মন্ত্রণালয় ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগে কী সেবা দিচ্ছে তা জানানো হচ্ছে এই ইভেন্টে। শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান তুলে ধরছে ডিজিটাল কার্যক্রম।
এবারের আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।
ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি যারা কাজ করে যাচ্ছে তাদেরকে তুলে ধরার এটি এক বড় মাধ্যম। বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং দেশের মানুষ ডিজিটাল তথ্যপ্রযুক্তির প্রতি কতটা আগ্রহী তা এখানে এসে সহজেই বুঝতে পারছেন বিদেশিরা।
২০১২ সালে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তির এ ইভেন্টের পথচলা শুরু। পরের বার হয়নি। ২০১৪ সালে এটিকে আন্তর্জাতিক রূপ দেয়া হয়। ২০১৫ সালে সফল আয়োজনের পর এবার আরো বড় পরিসরে এ আয়োজন করা হয়েছে।
কে/ এম/ এসজেড