ক্যানসারে আক্রান্ত হয়ে জবি অধ্যাপকের মৃত্যু 

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ মে ২০২৪ , ১১:০৬ এএম


ক্যানসারে আক্রান্ত হয়ে জবি অধ্যাপকের মৃত্যু 
ড. শিল্পী খানম। ছবি : আরটিভি

বোনম্যারো ক্যানসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ওই অধ্যাপকের নাম ড. শিল্পী খানম। দুই বছরেরও বেশি সময় ধরে মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

বিজ্ঞাপন

সোমবার (২৭ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী অধ্যাপক ড. হোসনে আরা বেগম (জলি)। তিনি বলেন, ‘আমি রোববার শুনেছি আপার খবরটা৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনার চিকিৎসার জন্য টাকাও দিয়েছেন। সেটাও পৌঁছাতে পারলাম না। খুব খারাপ লাগছে। আমি আর কথা বলতে পারছি না৷’

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, ‘অধ্যাপক ড. শিল্পী খানমের ক্যানসারের মৃত্যু আমাদের জানিয়ে গেল শিক্ষক হিসেবে কতটা অসহায় আমরা। ব্যয়বহুল চিকিৎসা নিয়ে তার পরিবারকে বিচলিত হতে দেখা গেছে। শিক্ষকরা ব্যক্তিগত পর্যায় থেকে অর্থ সহায়তা করেছেন কিন্তু তারও একটা সীমাবদ্ধতা ছিল। আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উনি আমাদের সহকর্মী ছিলেন। উনার মরদেহ দেশের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে উনার চিকিৎসার খরচ, দেনাপাওনার বিষয়টি দেখা হবে৷’ 

বাংলা বিভাগের শিক্ষার্থী শিবলী নোমান বলেন, ‘ম্যাম অনেক বন্ধুসুলভ ছিলেন। সবসময়ই শিক্ষার্থীদের আগলে রাখতেন। নিজের সন্তানের মতো করেই আমাদের আদর-স্নেহ করতেন। আমরা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে ম্যামের চিকিৎসার জন্য কিছু টাকাও জোগাড় করেছিলাম। সেই টাকা নিয়ে হাসপাতালে এসেই মৃত্যুর খবর শুনলাম। উনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’

জানা যায়, প্রায় আড়াই বছর আগে বোনম্যারো ক্যানসার ধরা পড়ে অধ্যাপক শিল্পী খানমের। এরপর দেশে কিছুদিন চিকিৎসার পর তাকে নেওয়া হয় ভারতে। ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসার পর দেশে ফিরে আসেন তিনি। তবে দিনে দিনে শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। ক্যানসার পুরো রক্তে ছড়িয়ে পড়ে। এরপর দীর্ঘদিন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission