প্রশাসনের পদত্যাগের দাবিতে নোবিপ্রবিতে ‘মার্চ ফর রেজিগনেশন’  

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ আগস্ট ২০২৪ , ০৯:৫০ পিএম


প্রশাসনের পদত্যাগের দাবিতে নোবিপ্রবিতে ‘মার্চ ফর রেজিগনেশন’  
ছবি : আরটিভি

ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মার্চ ফর রেজিগনেশন’ কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে শেষ হয়।

পরবর্তীতে শহীদ মিনারের পাদদেশে ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর করে সাধারণ শিক্ষার্থীরা এবং আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সময়ন্বয়ক বনি ইয়ামিন, মাহমুদুল হাসান আরিফ, মোহাম্মদ সালাউদ্দিন মহসীন, আল-জকি হোসেনসহ মারুফা মজুমদার, সীমান্ত, জানে আলম ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

‘মার্চ ফর রেজিগনেইশন’ কর্মসূচিতে বৈষম্যবিরোধীর সমন্বয়ক বনি ইয়ামিন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দালাল নোবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। তাদের সময়ে বিশ্ববিদ্যালয়ের মান কমে গিয়েছে, র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে।’

সহ-সমন্বয়ক মারুফা মজুমদার বলেন, ‘যখন আন্দোলন চলছিলো এই স্বৈরাচারী ভিসি আমাদের মেয়েদেরকে হল থেকে বের করে দিয়েছে। গভীর রাত্রে আমার বোনদের হলে থাকতে দেয়নি। এই ভিসি কখনোই শিক্ষার্থীবান্ধব ছিলেন না। আমরা চাই শিক্ষার্থীবান্ধব হবে এমন ভিসি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিক।’ 

বিজ্ঞাপন

আরেক সমন্বয়ক মোহাম্মদ মহসীন বলেন, ‘ভিসি দিদার এবং প্রো-ভিসি বাকি এদের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নাই। এরা নির্লজ্জ, বেহায়া, স্বৈরাচারীর দোসর। তারা আমাদের ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে মোমবাতি প্রজ্বলন করেছিলো, আমাদের ভাইদের রক্তে যখন রাজপথ রঞ্জিত তখন তারা কেক কাটে। তাই অনতিবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। তা না হলে, ছাত্র-সমাজ যখন আগুনে জ্বলে উঠবে, তাদেরকে ফিনিক্স পাখির মতো নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission