• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

মাউশির নতুন মহাপরিচালক রেজাউল করীম

আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ১৭:৫৬
মাউশি
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে পরিবর্তন এসেছে। এর আগে অধ্যাপক নেহাল আহমেদ এই পদ থেকে পদত্যাগ করেন। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের ফলে তিনি এ সিদ্ধান্ত নেন।

রোববার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের তথ্য মেলে।

বর্তমানে মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন দপ্তরটির পরিচালক এ বি এম রেজাউল করীম। তিনি মাউশি অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন )পদে কর্মরত। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি মহাপরিচালকের এই দায়িত্ব পালন করবেন।

গত ২১ আগস্ট পদত্যাগ করেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ মাউশির
স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, আবেদন করতে হবে যেভাবে
শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
মাউশির জরুরি নির্দেশনা