জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পোস্টারিং
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পোস্টার লাগিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করেন।
হাসিনা সরকার পতনের আগে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের কার্যক্রম কালেভদ্রে দেখা যেত। বিভিন্ন সময়ে 'নিষিদ্ধ ছাত্রলীগের' মারধরের শিকারও হয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সরকার পতনের পর ক্যাম্পাসে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে তাদের।
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল জানায়, তাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান, সদস্য সচিব আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য আব্দুর রহিম সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। পোস্টার সাঁটানো শেষে বিপ্লব ও সংহতি দিবস ও এই দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন