• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ২০:১৫
ফাইল ছবি।

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাবি সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ গণমাধ্যমকে জানান, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ওই দিন চারুকলা ইউনিটের পরীক্ষা হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৫ জানুয়ারি। ব্যবসায় শিক্ষা ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া, আইবিএর ভর্তি পরীক্ষা হবে ৩ জানুয়ারি।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল
একই দিনে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা 
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি
সাত কলেজের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত