• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা 

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২২:২৩
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা 
ছবি: আরটিভি

ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত নেপাল, ভুটান, ইন্ডিয়া, সোমালিয়া, নাইজেরিয়াসহ ৫টি দেশের শতাধিক বিদেশি শিক্ষার্থীর সঙ্গে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এনামউল্যার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় অডিটোরিয়াম-২ এ ওপেন ডিসকাশন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চুসহ বিভিন্ন হলের হল সুপার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার প্রফেসর ড. মারুফ আহমেদ।

মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বর্তমান প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য হলের নানামুখী সেবামূলক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে তাদের জন্য ভিসা সহজীকরণ, সতন্ত্র ফরেন স্টুডেন্ট হল, স্টাইপেন্ড, ডিনবৃত্তি, হলের ফি কমানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলার সুযোগ সুবিধা-সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, ভিসার জটিলতার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত, তারপরও এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, যেন দুই দেশের সরকার আলোচনা করে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা উপস্থিত বিদেশি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে পেয়ে আমরা গর্বিত। তোমাদের শিক্ষা ও ব্যক্তিগত জীবন সুন্দর করতে যা যা করা প্রয়োজন, আমি তা করব। আমি তোমাদের কিছু সমস্যার কথা শুনলাম, এসব বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, দেশি শিক্ষার্থীরা ডিনবৃত্তি পায় কিন্তু তোমরা এটা পাওনা, এখন থেকে তোমরাও এই বৃত্তি পাবে। পাশাপাশি ছাত্র হলের (ইন্টারন্যাশনাল) সিট রেন্ট কমানোর বিষয়ে আমরা কাজ করবো।

এ ছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে তাদের মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জব সেক্টরে অবদান রাখার যে সুযোগ রয়েছে তা গ্রহণ করার জন্য উৎসাহিত করেন।

মতবিনিময় সভা শেষে রাতে ভাইস ও প্রো ভাইস-চ্যান্সেলর ইন্টারন্যাশনাল হল পরিদর্শন করেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয় ভিসিকে জরুরি নির্দেশনা
নোবিপ্রবি উপাচার্যের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনলাইন মিটিং অনুষ্ঠিত 
হাইকমিশনে হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ 
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষ করতে দুই দিনব্যাপী কর্মশালা