• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষ করতে দুই দিনব্যাপী কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩৬
হাবিপ্রবি
ছবি: আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষ করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‌‘ফুডজেন ফিউচার ১.০’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-২ এ ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মারুফ আহমেদ, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আনোয়ারা আক্তার খাতুন। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম কামরুল হাসান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পারফেট্টি ভ্যান মেলের কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ম্যানেজার জনাব ইখতিয়ার আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিগ্রির তিনটি বিভাগের শিক্ষকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ফুডজেন ফিউচার ১.০ এর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন আহ্বায়ক মো. জাভেদ হোসেন। তার বক্তব্যে শিক্ষক, ছাত্র, এলামনাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডিগ্রির উন্নতি সাধনের প্রতিশ্রুতি প্রকাশ পায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার বলেন, বর্তমান বিশ্বে চাকরির বাজার ক্রমাগত প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। স্কিল ডেভলপমেন্ট বিষয়ক এই ধরনের কর্মশালা চাকরির বাজারে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই ধরনের সেমিনারের মাধ্যমে পারস্পরিক দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রযুক্তিগত দক্ষতা, শিল্পক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা, একাডেমিক সহযোগিতা, স্কিল ডেভলপমেন্টসহ অন্যান্য বিষয় কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাগুলো পরিচালনা করবেন শিল্পক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম দিনে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, ফুড সেফটি, শিল্পক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা, তত্ত্বীয় জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান এর মধ্যে যোগসূত্র ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মক ভাইভা, সিভি রাইটিং, ভাইভা প্রস্তুতি, বাংলাদেশ ও বিদেশে চাকরির ক্ষেত্র ইত্যাদি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ
হিলিতে প্যানেল চেয়ারম্যান নিলুফাকে অবাঞ্ছিত ঘোষণা
হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রি, জরিমানা
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু