• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

নোবিপ্রবি উপাচার্যের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনলাইন মিটিং অনুষ্ঠিত 

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্মকর্তার অনলাইন মিটিং সম্পন্ন হয়েছে। এ অনলাইন মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউএনডিপি এর একটি প্রকল্প ফিউচারনেশন এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্ম জুমে এ অনলাইন সাক্ষাত অনুষ্ঠিত হয়।

মিটিং সূত্র জানায়, শিক্ষার্থীদের জন্য ইউএনডিপি থেকে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের কোর্স এবং ব্রিটিশ কাউন্সিল থেকে সোশ্যাল এন্ড বিজনেস ইংলিশ কোর্স ফুল স্কলারশিপ এ করতে পারবে নোবিপ্রবির শিক্ষার্থীরা। এছাড়াও তারা ইউএনডিপি এর গ্রিন স্টার্টআপ চ্যালেঞ্জ নিয়ে অবগত করেন যেখানে শিক্ষার্থীদের গ্রিন স্টার্টআপ থাকলে শিক্ষার্থীরা তা তাদের স্টার্টআপের জন্য সিডফান্ডিং পাবে। এছাড়াও ক্যাম্পাসে ভবিষ্যতে বিভিন্ন জব ফেয়ারে বিভিন্ন রিক্রুটার কোম্পানিকে আনার চেষ্টা করবে ইউএনডিপি।

নোবিপ্রবি উপাচার্য এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে নোবিপ্রবির মিশনের সাথে এর সমন্বয় করবেন বলে জানান।

মিটিংয়ে আরোও উপস্থিত ছিলেন নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অ্যাসোসিয়েট-ইউএনডিপি বাংলাদেশের শামীমা পারভীন, প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট প্রোগ্রামের এক্সিকিউটিভ খন্দকার আবির হোসেন নুর ও ইউএনডিপি ফিউচারনেশন ক্যাম্পাস ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাওয়ার কোম্পানিতে নিয়োগ, বেতন আকর্ষণীয়
ব্যাটারিচালিত রিকশায় আসছে নতুন প্রযুক্তি
বিজয় দিবসে নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ