রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ
পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জুহা জোহা চত্বরে এসে মিলিত হন শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘তুমি কে? আমি কে? মেধাবী মেধাবী’, ‘ছাত্রসমাজের একশান ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দেসহ নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সকল ধরনের কোটার যৌক্তিক সমাধানের কথা বলেছি। জুলাই বিপ্লব হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো জুলাই বিপ্লবের ম্যান্ডেট ধারণ করে না। বিগত বছরগুলোর মতো স্বেচ্ছাচারিতা আর চলতে দেওয়া হবে না। পোষ্য কোটার কবর রচনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েই শেষ হবে।
এ সময় পোষ্য কোটার যৌক্তিকতা দেখিয়ে আগামী সোমবার মুক্তমঞ্চে শিক্ষকদের বিতর্কে আসার আহ্বান করেন তিনি।
আরটিভি/এমকে
মন্তব্য করুন