জাবিতে ধর্মতত্ত্ব অনুষদ চালুর দাবি

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ০৪:৫৮ পিএম


জাবিতে ধর্মতত্ত্ব অনুষদ চালুর দাবি
ছবি : আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্মতত্ত্ব অনুষদ ও অনুষদের অধীনে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি বিভাগ চালুর দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন।

রোববার (২৯ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর সংগঠনটির আহ্বায়ক ইয়াহিয়া জিসান স্বাক্ষরিত এক পত্রে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, একটি বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। দেশের প্রায় ৯২ শতাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্মে বিশ্বাসী। পাশাপাশি, অন্যান্য ধর্ম ও সংস্কৃতির অনুসারীদের মধ্যেও ধর্মতত্ত্ব বিষয়ের প্রতি উচ্চশিক্ষার আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বায়ত্তশাসিত চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তিনটিতে ধর্মতত্ত্ব অথবা ইসলামিক স্টাডিজ সংশ্লিষ্ট বিভাগ থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো বিভাগ এখনো চালু হয়নি।

পত্রে আরও বলা হয়, শিক্ষার্থীদের বৃহৎ একটি অংশ ধর্মতত্ত্ব বা ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি প্রভৃতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে আগ্রহী। তাই বর্তমান সময়ের বাস্তবতা ও শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ চালু করা অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ হবে। এটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মান বৃদ্ধির পাশাপাশি, সমাজে মূল্যবোধ ও সংস্কৃতির সমন্বিত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা গ্রহণের একটি বড় অংশ আসে মাদরাসা থেকে। তাদের অনেকের ইচ্ছে থাকে ইসলাম, আরবি ইত্যাদি বিষয়ে পড়াশোনা করার। সেই হিসেবে অনেক শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আমরা জাবিতে ধর্মতত্ত্ব অনুষদ চালুর দাবি জানিয়েছি। যেহেতু আজ একাডেমিক কাউন্সিল চলছে, তাই উপাচার্যের কাছে দাবি যেন এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.