প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩.৯ ভাগ। এ সংখ্যাকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে সরকার।
রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া ১০ লাখ শিশু ও বয়স্কদের উপআনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ সময় আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে থানা ও জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পি