• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০২০, ১৭:৩৪
করোনা এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার (২৩ মার্চ) মন্ত্রিপরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক শনিবার (২১ মার্চ) এমন তথ্য জানান।

জিয়াউল হক জানান, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিকভাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এ বিষয়ে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ করোনাভাইরাস সতর্কতায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
নোবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭ হাজার ৭৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী  
X
Fresh