• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

৩১ মে পর্যন্ত জাবির ক্লাস বন্ধ

আরটিভি অনলাইন

  ২৬ এপ্রিল ২০২০, ২২:২৫
করোনাভাইরাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছুটি, ক্লাস, বন্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছুটি পাঁচ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাঁচ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবার মতো জরুরি পরিসেবা চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাসসমূহ বন্ধ থাকবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
মোটরসাইকেলে বেপরোয়া গতি, সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ
X
Fresh