• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় মারা গেলেন এনবিআর কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০২০, ১০:৩১
National Board of Revenue
করোনায় মারা গেলেন এনবিআর কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)। মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জসীম উদ্দিন মজুমদার চট্টগ্রাম কাস্টমস হাউসে সুপারিন্টেনডেন্ট পদে কর্মরত ছিলেন।
জসিম উদ্দিন মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রাজস্ব কর্মকর্তা। তার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

অপরদিকে, এনবিআরের তথ্য কর্মকর্তা জসীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)। সংগঠনের পক্ষ থেকে এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এনবিআর সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন অন্তত ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী।
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh