• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছুটিতে থাকা আরটিভির সংবাদকর্মী করোনা আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০২০, ১৭:৪৩
করোনা

আরটিভির একজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১০ এপ্রিল থেকেই তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন।

আজ সোমবার আইইডিসিআর এর রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। চিকিৎসাসহ সব বিষয়ে ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে আরটিভি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আরটিভি কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী সতর্কতামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। সিংহভাগ কর্মী এত দিন হোম অফিসের মাধ্যমে কাজ করে আসছিলেন।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানিয়েছেন, গত ২০ এপ্রিল আক্রান্ত সংবাদকর্মীর পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ আসে। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্য দ্বারা আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, ওই সংবাদকর্মীর স্বামীও আরটিভিতে কর্মরত। তিনি গত ২০ এপ্রিল থেকে ছুটিতে আছেন। আইইডিসিআর এর নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, ভাইরাস সংক্রমণের ঝুকির মধ্যেও সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়াকে আরটিভির প্রতিটি সদস্য কর্তব্য মনে করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরটিভির সদস্যরা ২৪ ঘণ্টা সম্প্রচার অব্যাহত রেখেছে।


এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh