• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ল্যাবে তৈরি হয়েছে করোনাভাইরাস: ভারত

আন্তর্জাতিক ডেস্ক আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১১:৩৬
nitin gorkori & MODI
নরেন্দ্র মোদির পাশে নীতিন গড়করি || ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সুরে তাল মেলালো ভারত। করোনাভাইরাসের জন্ম হয়েছে ল্যাবরেটরিতে। এমটাই দাবি করেছেন নরেন্দ্র মোদির মন্ত্রী সভার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিন গড়করি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এটা স্বাভাবিক ভাইরাস নয়, কৃত্রিম। তাই করোনাকে নিয়েই বাঁচতে হবে। তবে একবার এর ভ্যাকসিন বের হয়ে গেলে আর কোনও অসুবিধা হবে না। গোটা বিশ্ব ভ্যাকসিন বানাবার চেষ্টা করছে।’

করোনার কারণে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ভাইরাসটি চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে। তাই তাদের কাছে ক্ষতিপূরণও দাবি করা হবে বলে জানিয়েছেন তিনি। এমন দাবি উড়িয়ে দিয়ে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাম্প প্রশাসন। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন মন্তব্য করছেন তিনি।

এদিকে প্রতিদিন লাশের মিছিল দীর্ঘ হচ্ছে ভারতেও। আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে দেশটিতে।

বুধবার এক সাক্ষাতকারে নীতিন গড়করি বলেন, ‘করোনা আক্রান্তদের চিহ্নিত করার পদ্ধতি নিয়ে সমস্যা আছে। আমাদের চেষ্টা করছি যাতে দ্রুত ভাইরাসটি চিহ্নিত করা যায়। এভাবে কোনও ভাইরাস ছড়িয়ে পড়বে কেউই বুঝতে পারেনি। কারণ এটি প্রকৃতিতে জন্ম নেয়নি। এর জন্ম হয়েছে ল্যাবরেটরিতে।’

ভারতের প্রসঙ্গ তুলে বিজেপির সাবেক সভাপতি নীতিন বলেন, ‘আমরা এখন প্রস্তুত আছি। আমাদের বিজ্ঞানীরা প্রস্তুত আছেন। আমরা শীঘ্রই এই সমস্যার সমাধান বের করে ফেলব।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh