• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০২০, ০০:৪৫
করোনা ভাইরাস

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কোনোমতে দিনযাপন করছেন তারা।

তবে তাদের পাশে দাঁড়িয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একদল উদ্যমী কেবিন ক্রু। বুধবার দিনভর রাজধানীর ৬টি স্পটে দুস্থ ও নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

আয়োজকরা জানান, সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে প্রথম পর্যায়ের ত্রাণ বিতরণ করেন তারা। রাজধানীর শান্তিনগর, ধানমন্ডি, মিরপুর, খিলক্ষেত, এয়ারপোর্ট ও উত্তরা এলাকার শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক আল রাজি, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা, সার্জেন্ট নাহিদ হোসেনসহ স্থানীয় থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ২৬ জন সুস্থ হয়েছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা বর্ধিত করা হয়েছে।


এসজে

মন্তব্য করুন

daraz
  • আসুন পাশে দাঁড়াই এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, মাস্ক ব্যবহারের পরামর্শ
X
Fresh