• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কারোনায় প্রবাসীদের সমস্যা নিয়ে সৌদি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভা

হানিছ সরকার উজ্জ্বল, সৌদি আরব

  ৩১ মে ২০২০, ১০:১১
 coronavirus
ছবি-সংগৃহীত

রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল উদ্যোগে সৌদি আরবে করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু এবং করোনা পরবর্তী বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে সভা করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি এবং চ্যানেল আই’র সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ।

রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল এবং প্রচার সম্পাদক সময় টিভি জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের যৌথ সঞ্চালনায় ভিডিও কনফারেন্স সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাংলাভিশনের প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি এবং এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজেদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জল, যুগ্মসাধারণ সম্পাদক এবং জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক এবং চ্যানেল টুয়েন্টি ফোর এর সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক এবং ডিবিসির জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, সিনিয়র সদস্য এবং মোহনা টিভির জেদ্দা প্রতিনিধি ফিরোজ আহমেদ , সদস্য এবং এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউসার আব্দুস সালাম, চ্যানেল এস এর জেদ্দা প্রতিনিধি ইকবাল হোসেন প্রধান, জয়যাত্রা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি নূর আলম ও বাংলা টিভি মক্কা প্রতিনিধি এইচ এম হেমায়েত।

বক্তারা পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সংগঠনের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের বিষয়ে করণীয় বিশেষ করে বৈশ্বিক করোনাভাইরাস এ ক্ষতিগ্রস্ত প্রবাসী এবং দেশে থাকা প্রবাসীদের পরিবারগুলোকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা ৭০০ কোটি টাকা থেকে সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী সংগঠন হিসেবে বিগত দিনগুলোর মতো সামনে আরও এগিয়ে যাবার লক্ষ্যে সংগঠনকে যুগ উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কার্যকরী কমিটি এবং সংগঠনের প্রতিটি সদস্যকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh