• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কাতারে করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশির মৃত্যু

ই এম আকাশ, কাতার প্রতিনিধি

  ৩১ মার্চ ২০২০, ২০:৫৪
first bangladeshi dies of coronavirus in Qatar
সংগৃহীত

এই প্রথম কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি কাতারে করোনা ভাইরাসজনিত প্রথম মৃত্যুর ঘটনা।

মৃত বাংলাদেশি দীর্ঘদিন কাতারে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার নাম দিলীপ কুমার দেব। তিনি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন।

গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন প্রদান করা হয়েছিল।

এই বাংলাদেশির মৃত্যুতে কাতারে স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছে। তারা এই মৃত্যুতে গভীর শোকও প্রকাশ করে।

এদিকে দিলীপের মৃত্যুতে রোববার কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে ডেকে নিয়ে গিয়ে সমবেদনা জানান কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ বিনতে রশিদ আল খাতর।

উল্লেখ্য, কাতারে এখন পর্যন্ত ৬৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছে ৫১ জন।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিকে বিধ্বস্ত করে কলকাতার হ্যাটট্রিক জয়
তাসনিয়া ফারিণের নামে মেয়ের নাম রেখেছেন কলকাতার ট্যাক্সিচালক
প্রথম বাংলাদেশি হিসেবে দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যাটট্রিক ফারিহার
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
X
Fresh