• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাতারে মেয়াদোত্তীর্ণ খাবারের তারিখ বদল করে বিক্রির চক্র আটক

আরটিভি অনলাইন, কাতার, ই এম আকাশ

  ২৫ এপ্রিল ২০২০, ১৩:০৮

মেয়াদোত্তীর্ণ খাবারের তারিখ বদল করে সেগুলো নতুন করে প্যাকেটজাত করা ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রকে আটক করেছে কাতার পুলিশ।

বৃহস্পতিবার কাতার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিমাল পুলিশ এই চক্রের ১৯ সদস্যকে আটক করেছে। এদের মধ্যে আরব ও এশিয়ান রয়েছেন। আটককৃতদের কাছ থেকে এ সময় একটি মেশিন উদ্ধার করা হয় যেটি দিয়ে তারা পুরনো তারিখ পরিবর্তন করে নতুন তারিখ বসানোর কাজ করতো।

কাতারে রমজান মাসে সব সরকারি অফিস সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে। তবে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিসগুলো সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত খোলা থাকবে। তবে কিছু কিছু দোকান ও প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে থাকবে- সেগুলোর মধ্যে রয়েছে-

বিভিন্ন রেস্টুরেন্ট ও কফিশপ (শুধু হোম ডেলিভারির জন্য)।

খাদ্যসামগ্রী বিক্রির দোকান।

মিষ্টান্ন দ্রব্য ও খেজুর বিক্রির দোকান।

বিভিন্ন অর্ডার সরবরাহের কোম্পানি।

মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি।

ফার্মেসি।

পেট্রোল স্টেশন ও গাড়ির সার্ভিস।

বিভিন্ন গাড়ির এজেন্ট ও শোরুমের আওতাধীন ওয়ার্কশপ।

রুটির বেকারি।

আবাসিক হোটেল সেবাদাতা প্রতিষ্ঠান।

কল-কারখানা কোম্পানি।

বিদ্যুৎ ও পানি সেবাদানকারী প্রতিষ্ঠান।

২২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে ২৩ এপ্রিল বৃহস্পতিবার এসব সিদ্ধান্ত জানানো হয়।

সি/

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
৪১২ রানের ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে শুভসূচনা কলকাতার
কাবা থেকে ৩ কিলোমিটারেরও বেশি দূর গেলো তারাবির কাতার
নিয়ম ভেঙে কলকাতার শুরুর ম্যাচেই মাঠে থাকছেন শাহরুখ
X
Fresh