• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যেসব কারণে রোজা ভেঙে যায়

অনলাইন ডেস্ক
  ১৭ মে ২০২০, ১৩:১৯
Reasons why fasting is broken
প্রতিকী ছবি

রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর-নারীর উপর রোজা ফরজ করা হয়েছে। কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া রোজা ভাঙা হারাম।

তবে কয়েকটি ভুলের কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। জেনে বা না জেনে যেসব কারণে রোজা ভাঙে তা উল্লখ করা হলো।

১. ইচ্ছাকৃত পানাহার করলে
২. স্ত্রী সহবাস করলে
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না)
৪. ইচ্ছকৃত বমি করলে
৫. নস্যি গ্রহণ করা, নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে
৬. জোর করে কেউ রোজা ভাঙ্গালে
৭. ইনজেকশান বা স্যালাইনের মাধ্যমে শরীরে ওষুধ গ্রহণ করলে
৮. কাঁকর বা ফলের বিচি গিলে ফেললে
৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে
১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে
১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জালিয়ে ধোয়া গ্রহণ করলে
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে
১৪. রাত্রি আছে মনে করে সুবেহ সাদিকের পর পানাহার করলে
১৫. মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবেহ সাদিকের পর নিদ্রা হতে জাগরিত হলে (এ অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে)
আর যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বামী-স্ত্রী সহবাস অথবা পানাহার করে তবে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে।
রোজা মাকরু হবার কারণগুলো :
১.অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাখে দেখা
২. কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা
৩. গড়গড় করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া। কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে
৪. ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গিলে খেলা
৫. গীবত, গালা-গালি ও ঝগড়া-ফাসাদ করা
৬. সারাদিন নাপাক অবস্থায় থাকা
৭. অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা
৮. কয়লা চিবিয়ে অথবা পাউডার, পেস্ট ও মাজন ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা

এস