• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দেশের সব ফোন নম্বর বদলে দেবে বিটিসিএল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২০, ১৭:২৩
BTCL logo.
বিটিসিএল লোগো।

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটের নম্বরে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড)। গত মঙ্গলবার (৪ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিটিসিএল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বর দ্বারা পরিবর্তিত হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে পরিবর্তন শুরু করবে বিটিসিএল। ফলে একই জোনের ভিতরে যে কোনও স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে। তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকী সব ডিজিট একই থাকবে। প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

যেমন- গুলশান টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন '৯৮৮৭৪৮৮' নম্বরটি পরিবর্তিত হয়ে '০২ ২২২২-৮৭৪৮৮' হবে। বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। বাংলাদেশের বাইরে থেকে গুলশানের এ নম্বরে কল করতে হলে '৮৮০ ২ ২২২২-৮৭৪৮৮' নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহি:বাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

আরও পড়ুন:

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল
শিক্ষাপ্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে সেবা দিতে বিটিসিএলকে বললেন উপদেষ্টা নাহিদ
ফেনীতে নিয়োজিত সেনাবাহিনীর মেডিকেল টিমের ফোন নম্বর
ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি ফোন নম্বর