• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

'করোনা ট্রেসার বিডি’ অ্যাপসের উদ্বোধন

অনলাইন ডেস্ক
  ০৪ জুন ২০২০, ২২:১০
corona, apps
ফাইল ছবি

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করতে 'করোনা ট্রেসার বিডি’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেছে তথ্য ও যোযোগাযোগ প্রযুক্তি বিভাগ। করোনাভাইরাস আক্রান্ত রোগী কারও সংস্পর্শে এলে অ্যাপটি তা শনাক্ত করতে পারবে। তবে উভয়কেই এই অ্যাপস ব্যবহারকারী হতে হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) অ্যাপটির উদ্ভোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার একের পর এক প্রযুক্তিভিত্তিক নানা সমাধান নিয়ে আসছে। করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় এমনি একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি। যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পলক আরও বলেন, সরকার ইতোমধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাত এবং জরুরি খাদ্য সরবরাহে প্রযুক্তিভিত্তিক সমাধানের মাধ্যমে জীবনযাত্রা সচল রেখেছে। এবার করোনা প্রতিরোধে করোনা ট্রেসার বিডি অ্যাপ নিয়ে এসেছে। এটি অন্যতম কার্যকর সমাধান করবে বলে আশা করি।

গুগল প্লে-স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে ((https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer)) লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
ইন্টারনেট সেবায় টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ চালুর নির্দেশ
X
Fresh