ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভালোবাসা দিবস উপলক্ষে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস

আরটিভি নিউজ

রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:১২ পিএম


loading/img
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শীতের বিদায়, কুয়াশাভরা মেঘ গেছে কেটে শীতের প্রকোপ নেই, আজি বসন্তে বসন্তের দূত গাহে আগমনী গান। বসন্তের আগামনীতে প্রতি মুহূর্তে দোলা দেয় অজানা এক অনুভূতি। কোকিলের কুহু কুহু ডাক, শিল্পীর ক্যানভাস দোলা দেয় প্রেমিকের কোমল মনে।

বিজ্ঞাপন

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) বাংলা পঞ্জিকার পহেলা ফাল্গুন আর ইংরেজি পঞ্জিকা অনুযায়ী বিশ্ব ভালোবাসা দিবস। অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা  দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন।' স্ট্যাটাসটির সঙ্গে নিজের ১৫টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন। 
এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |