ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মহিলা দলের র‌্যালি পুলিশি বাধায় পণ্ড

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ , ০৬:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের র‌্যালি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। 

বিজ্ঞাপন

মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। 

র‌্যালিটি স্কাউট মার্কেটের সামনে রাস্তায় যেতেই পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে মহিলা দলের নেতাকর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধায় তারও সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান বক্তব্য রাখেন।

এ ছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |