ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রধানমন্ত্রীও চান বামপন্থী শক্তির বিকাশ: আমু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ , ০৮:৩৫ পিএম


loading/img

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বামপন্থী রাজনীতি যত শক্তিশালী হবে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশি গতিশীল হবে। মাননীয় প্রধানমন্ত্রীও চান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বামপন্থী রাজনৈতিক শক্তির বিকাশ স্বাধীনতাবিরোধী শক্তিকে ছাড়িয়ে যাক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক সংকট, তেল-গ্যাসের অভাব ও অর্থনৈতিক মন্দাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে যারা তাদের নিয়ে খেলতে চায় তারা দেশপ্রেমিক শক্তি নয়। প্রকাশ্য ঘোষণা দিয়ে এদেশের রাজনৈতিক ব্যবস্থাকে বিরাজনীতিকরণ করেছে জিয়াউর রহমান। স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনৈতিক পুনর্বাসনের মাধ্যমে ধ্বংস করেছে সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ।

বিজ্ঞাপন

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত গণচীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |