ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে : আমীর খসরু

আরটিভি নিউজ

রোববার, ০৮ অক্টোবর ২০২৩ , ০৪:৩৩ পিএম


loading/img
আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ কখনই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই রাজপথেই ফয়সালা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আদালত জামিন দেবে না, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দেবে না, ব্যাংকগুলো লুটপাটের জন্য কাউকে দায়ী করবে না। কারণ, আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের অধীনে আছি। এখানে আইনের শাসন প্রত্যাশা করে কোনো লাভ নেই। অনেকে ১০ বছরেও জামিন পাচ্ছেন না।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন ভোট চুরির প্রকল্প এবং ফ্যাসিস্ট রেজিমের একটা অংশ। তাকে বসানোই হয়েছে কারচুপির করার জন্য। উপায় একটাই, এই রেজিমকে সরাতে হবে।

আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার সব রাজনৈতিক দলের ঐকমত্যে হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ এককভাবে এটা বাতিল করেছে। আওয়ামী লীগের অধিকার নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর বাংলাদেশে ভিন্ন রাজনীতি আসবে। সেখানে মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষের অংশগ্রহণ থাকবে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুধুমাত্র একজন ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমরা আন্দোলন করছি না, একটি জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন।

সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মানুষের আয় ১০০ টাকা বাড়লেও জিনিসপত্রের দাম বেড়েছে এক হাজার গুণ। ১২টি প্রতিষ্ঠান মিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সব জায়গায় দলীয়করণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |