ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

শীতবস্ত্র দিতে এসে নেতাদের একহাত নিলেন কাদের

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ , ০১:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অসহায়দের শীতবস্ত্র বিতরণের আয়োজন করে আওয়ামী লীগ। বস্ত্র দেওয়ার আগে বক্তৃতা করেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ দলের বেশ কয়েকজন নেতা। এতেই বিরক্ত হয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একহাত নিয়েছেন দলীয় নেতাকর্মীদের। বলেছেন, শীতবস্ত্র নিতে আসা লোকজনের সামনে ভাষণ না দিয়ে তাদের বস্ত্র দেওয়াই যথার্থ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে শীতবস্ত্র বিতরণের এই আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বস্ত্র বিতরণের আগে নেতাদের ভাষণের একপর্যায়ে মাইকের সামনে আসেন তিনি। 

মাইকের সামনে এসেই কাদের বলেন, ‘অসহায় মানুষদের শীতবস্ত্র দিতে ডেকে আনলাম, তাদের বক্তব্য শোনানোর দরকার কী? এখানে কি কেউ শুনতে এসেছে? তাহলে এটাতো রাজনৈতিক দল হিসেবে স্বার্থপরতার চিহ্ন রেখে দেওয়া হলো। এটা ঠিক নয়।’
 
তিনি বলতে থাকেন, ‘যখন আমরা শীতবস্ত্র দিতে ডাকবো, তখন শীতবস্ত্রটাই দেবো। এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে সাংবাদিকরা যারা আছেন, তারা প্রশ্ন করতে পারেন। সেটা রাজনৈতিক প্রশ্নও হতে পারে। শীতার্তদের বস্ত্র দেওয়ার মধ্যেই সীমিত রাখা ভালো।’
 
নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন পাঁচজন না ছয়জন ভাষণ দিয়েছে, আর কেউ আছে ভাষণ দেওয়ার? বস্ত্র নিতে আসা কেউ কী ভাষণ শুনেছে? নাকি শুনতে এসেছে? ফেরদৌস তার নায়কের ভঙ্গিতে যেভাবে বলেছে, এটা কি এরা বোঝে? এসব ভাষণ বোঝার ক্ষমতা এদের কারও নেই। এরা শীতবস্ত্রের জন্য এসেছে। এরা ভাষণ শোনে না।  
 
এসব বলেই চলে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভোটে না আসতে পারার শোকে বিএনপি পাথর হয়ে গেছে। তাদের এখন আর কোনো আশা নেই। নির্বাচন না করে তারা কত বড় ভুল করেছে, তা অচিরেই বুঝতে পারবে।’ 
 
জাতিসংঘ বিএনপির ২৫ হাজার নেতাকর্মীর মুক্তি চেয়েছে এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘কারও চাপে বা কারও কথায় আগুন-সন্ত্রাসের দায়ে অভিযুক্ত নেতাকর্মীদের মুক্তি দেবেন না আদালত। নেতাকর্মীদের মুক্ত করতে বিএনপির আইনি লড়াইয়ের প্রয়োজন।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |