নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি: নজরুল ইসলাম

আরটিভি নিউজ

সোমবার, ১৩ মে ২০২৪ , ০৬:৫৭ পিএম


নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি: নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে নতুন করে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি ও তার সমমনারা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কীভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি, সেজন্য কর্মসূচি নেওয়ার চিন্তা করছি।’  

নজরুল ইসলাম খান বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা ও অন্যসব সমস্যা নিয়েও কথা হয়েছে। বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মসূচির বিষয়ে জানাতে পারব।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরকে বিএনপির নেতারা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন না উল্লেখ করে নজরুল ইসলাম এরপর বলেন, ‘তিনি তো অনেক দূরের মানুষ। বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবরই নিজেরাই করছে। ডোনাল্ড লুর সফর নয়, বিএনপি শঙ্কিত দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত দেশের ব্যাংক লুটকারীদের বাঁচাতে সরকারের অপচেষ্টা নিয়ে।’ 

বৈঠকে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, মহাসচিব শাহ আহমেদ বাদল প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission